
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিতে আওয়ামীলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ।
সোমবার(১৬ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শহীদ বেদীর পাশে থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুব, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সাইফুল ইসলামের কর্মী মিল্টনসহ ৭ জনকে আটক করা হয়েছে ।
আওয়ামীলীগ নেতাকর্মীরা বলেন, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুবর রহমানের নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ এর সংসদ সদস্যের কর্মীদের সাথে নিয়ে স্মৃতিসৌধে ফুল দিতে আসেন । এসময় তারা শহীদ বেদির পাশে পরিদর্শন ছাওনীতে দাড়িয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন ।
পরে খবর পেয়ে ডি এমপি ডিবি পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ সেখানে এসে ফুলের তোড়াসহ আওয়ামীলীগের ৭ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর