মহান বিজয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে বরগুনা কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা।
পরে গণকবর ও শহিদ স্মৃতি স্তম্ভে শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম,, পুলিশ সুপার মো: ইবরাহীম খলিল, মুক্তিযোদ্বা, সিভিল সার্জন,গণপূর্ত বি়ভাগ, পৌরসভা, জে়লা বিএনপি, জাতীয়তাবাদী মহি়লা দল, বরগুনা প্রেসক্লাব, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ইউনিটি। সাড়ে ৮ টায় কালেক্টরেট প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বেলা ১১ টায় বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর