স্বাধীন বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের মানুষজন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করলেও শেখ হাসিনা ভরতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের গণমাধ্যমগুলো প্রতিদিন প্রতিমুহূর্তে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নানা নাটক রচনা করে প্রচার করছে, উস্কানি দেওয়ার চেষ্টা করছে, যাতে দাঙ্গা লাগে। দাঙ্গা লাগলে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। মহান বিজয় দিবস উপলক্ষ্যে লালমনিরহাটের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে আজ (সোমবার) দুপুরে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন।
বিএনপির দুলু বলেন, বাংলাদেশ সৃষ্টির পিছনে ৭ কোটি মানুষের অবদান থাকলেও আওয়ামী লীগ সমস্ত মানুষের অবদানকে অস্বীকার করেছে, ভূলুণ্ঠিত করেছে, অপমানিত করেছে। স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলার ধৃষ্টতাও দেখেছিল আওয়ামী লীগ। আজকে প্রমাণিত হয়েছে বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি, বিএনপি গণতন্ত্রের পক্ষের শক্তি, বিএনপি বাংলাদেশের উন্নয়নের একমাত্র শক্তি। এসময় ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েও বক্তব্য রাখেন বিএনপি এই নেতা। ভারতকে উদ্দেশ্য করে বক্তব্যে দুলু বলেন, ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে তুমি যতই বড় রাষ্ট্র হও না কেনো বাংলাদেশের উপর লোলুপ দৃষ্টি দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
এর আগে লালমনিরহাট জেলা বিএনপির একটি বিজয় মিছিল করে। মিছিলটি লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ। সেখানে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের স্মরণ ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেনসহ জেলা, উপজেলা, বিএনপি ও এর সকল সহযোগী অঙ্গ সংগঠনের অন্তত ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর