নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা এবং মডেল থানার ওসি আমিনুল হক।
এসময় সেখানে ছিলেন এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন। একই মাঠে বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলার স্টলগুলোতে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য প্রদর্শিত হয়। বেলা ১১ টায় অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, ইউএনও পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দিবসটি যথাযথভাবে পালন করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর