একাত্তরের বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো ও বিজয়মেলা সহ আজ সোমবার নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে জয়পুরহাটে।
মহান বিজয় দিবস উদযাপনে সোমবার সূর্যোয়ের সাথে সাথে কেন্দ্রীয় ঈদগাহে ৩১ বার তপোদ্ধনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি, বেরসকারি দফতর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ ডা: আবুল কাশেম ময়দানে অবস্থিত স্মৃতিসৌধে একাত্তরের বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯ টায় স্থানীয় সার্কিট হাউস মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। ওই মাঠে চারু, কারু ও স্থানীয় ভাবে উৎপাদিত শিল্প পণ্য নিয়ে দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসনসহ অন্যান্য সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উদযাপনে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন ও সংবর্ধনা, শিশু কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন ও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা , মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তি যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। এছাড়াও পুরুষ ও নারী দলের আলাদা ফুটবল প্রতিযোগিতা, কাবাডি প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রমাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা তথ্য অফিস।
বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি- বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়েছে। এ ছাড়াও বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর