
ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার জয়বাংলায় বালিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেল-অটো সংঘর্ষে খালিদ মাতুব্বর (১৭) নামের এক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় ফেরদৌস মাতুব্বর (১৮) নামে আরও একজন। নিহত খালিদ মাতুব্বর (১৭) নগরকান্দা পৌরসভার জগদিয়া বালিয়া গ্রামের বেলায়েত মাতুব্বরের ছেলে। আহত ফেরদৌস মাতুব্বর (১৮) নগরকান্দা গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আসাদুজ্জামান সাকিল বিডি২৪লাইভকে জানান, নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় খালিদ মাতুব্বর(১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এটি একটি স্পষ্ট ঘটনা, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়েছে এবং আমরা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি। তারপরও নিহতের পরিবার মামলা করতে চাইলে মামলা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর