
বগুড়ার নন্দীগ্রামে আজ সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
পরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, নন্দীগ্রাম পৌরসভা, নন্দীগ্রাম থানা, কুন্দারহাট হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশন, উপজেলা বিএনপি, মনসুর হোসেন ডিগ্রী কলেজ, সরকারি মহিলা ডিগ্রী কলেজ, নন্দীগ্রাম প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. লায়লা আঞ্জুমান বানু বিজয় মেলা উদ্বোধন করেন। অপরদিকে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর