ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড নামক স্থানে মোটরসাইকেলে থাকা ২ আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাসী ডাঙ্গী এলাকার পরশ কাপাসীয়ার ছেলে গোপী কাপাসীয়া (৪৫) ফরিদপুরের সদর উপজেলার খন্দকার বজলুর রহমান পুত্র খন্দকার মামুনুর রহমান (৪২)।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড নামক স্থানে অজ্ঞাতনামা গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই ১ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অপর একজনকে নিহত ঘোষণা করেন।
এই বিষয়ে ভাঙ্গা হাইওয়ের থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, আজ বিকেল সাড়ে ৩টার সময় ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড নামক স্থানে অজ্ঞাত নামা পরিবহন চাপা দিলে ঘটনাস্থলেই ১ জন এবং হাসপাতালে নেওয়ার সময় অপর আরোহী নিহত হন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর