টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত রমজান আলীর বাবা রুস্তম আলীকে (৬৫) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায় আজ সকালে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সিংলাপাড়া থেকে বাবা-ছেলে একত্রে মোটরসাইকেলে কালিহাতী যাওয়ার উদ্দেশ্যে সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রমজান আলী ঘটনাস্থলেই মারা যান। নিহত রমজান আলী ময়মনসিংহের ভালুকা উপজেলার সিংলাপাড়া এলাকার মো: রুস্তম আলীর ছেলে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায়, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর