উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযজ্ঞ মর্যাদায় বিজয় দিবস '২৪ উদ্যাপন উপলক্ষ্যে কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস ২০২৪ যথাযজ্ঞ মর্যাদায় উদ্যাপিত হয়। উক্ত স্কুলের তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালি করা হয়। র্যালিতে প্রধান শিক্ষক মো: শরীফ উদ্দিন, ম্যানেজিং কমিটি সদস্য আহাদ খান এজাজ, মো: নজরুল ইসলাম খানসহ সকল শিক্ষক এবং ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করে।
এরপর বিজয় দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর