দীর্ঘ ১৮ বছর পর খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণের মধ্যমে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পরে দোয়া ও বৃহত্তর আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মো. মীর হোসেন’র নেতৃত্বে অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শহীদ বেদীতে দোয়া ও মোনাজত শেষে নেতাকর্মীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম বলেন, দীর্ঘ ১৮ বছর বিএনপি পরিবারকে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে কোনো দিবসেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে দেয়নি আ.লীগের সন্ত্রাসীরা। তারা নানা ভাবে আমাদের উপর নির্যাতন চালিয়েছে। আজ আঠারো বছর পর আমাদের নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে পেরে উচ্ছ্বসিত ও আনন্দিত।
এসময় তিনি আগামীর যেকোনো আন্দোলন সংগ্রামে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থাকারও আহ্বান জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর