খাগড়াছড়ির মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে মানিকছড়ি থানা পুলিশের একত্রিশবার তোপধ্বনি মধ্য দিয়ে মহান বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচির শুরু হয়।
পরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত করা শহীদ মিনার। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল সাড়ে ৯টায় উপজেলা শিশু পার্কে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয় এবং সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিকেলে পরিষদের অভ্যন্তরে শর্ট পিস ক্রিকেট ম্যান অনুষ্ঠিত হয় এবং শিশু পার্কে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনে দিনব্যাপী মহান বিজয় দিবসের কর্মসূচি শেষে হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরো ভূঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) সাফকাত আলী, ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কুমার সুইটিং প্রু সাইনসহ বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর