আজ ১৬ই ডিসেম্বর নেত্রকোনায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
নেত্রকোনা জেলা পাবলিক হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের রজনিগন্ধা ও গোলাপ ফুল প্রদানের মাধ্যমে সম্মাননা জানায় জেলা প্রশাসন।
সম্মাননা জানান শেষে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, বাংলাদেশ জামায়াত ইসলামীর নেত্রকোনা জেলা শাখার আমির সাদেক আহমেদ হারিছ, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক, বিএনপি সেক্রেটারি ড. রফিকুল ইসলাম হিলালী, সাবেক জেলা বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, জাতীয় নাগরিক কমিটির ফাহিম রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকনার বিভিন্ন ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর