বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এদিকে বাঙালি বিজয়গাঁথা যে ইতিহাস ও ঐতিহ্য রয়েছে তার পেছনে রয়েছে পূর্বপুরুষদের আত্মত্যাগ এই আত্মত্যাগের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে রাজধানীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান।
উপাচার্য বলেন, বাঙালি হিসেবে যে চরম আত্মত্যাগ পূর্বপুরুষেরা আমাদের জন্য করেছে, তার ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন।
তিনি আরও বলেন, নতুন বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ নির্মাণের সম্ভাবনা আমাদের সামনে এখন আছে। সেটি করতে হলে বৃহত্তর জাতীয় ঐকমত্যের দরকার। যার-যার দায়িত্ব যেটি পালন করছেন, আন্তরিকতার সঙ্গে পালন করা প্রয়োজন।
শহীদদের যে চরম আত্মত্যাগ সেটি স্মরণ করে, যে পরম্পরা আমাদের আছে ৫২, ৬৮, ৭১, ৯০ এবং ২৪ এর ঘটনাগুলো প্রমাণ করে জাতির সবচেয়ে ক্রান্তিলগ্নে ছাত্র-জনতা উঠে দাঁড়িয়েছে। এবং জাতিকে রক্ষা করার জন্য বৃহত্তর ঐকমত্য তারা তৈরি করতে পেরেছে, বলে উল্লেখ করেন ঢাবি উপাচার্য।
এদিকে দিবসটি উপলক্ষ্যে ভোরে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত এবং উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।
এছাড়া, বিভিন্ন আবাসিক হলে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনী/চলচ্চিত্র প্রদর্শনী/ প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাঁধনের উদ্যোগে ছাত্র শিক্ষক কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে কলা ভবন, কার্জন হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র ও স্মৃতি চিরন্তনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ বিভিন্ন হল এবং আবাসিক এলাকার মসজিদে শহিদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এছাড়া, আজ ১৬ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।