ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক ব্যবসার সাথে জড়িত এক কারবারিকে হেরোইনসহ আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (১৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাহালগাঁও কামারিয়া মিশন রোডের একাব্বর মার্কেটের জনৈক কামরুলের দোকানের সামনে থেকে এস আই লিটন সঙ্গীয় অফিসার অভিযান চালিয়ে মাদক কারবারি মো. মোসলেম উদ্দিন (৩৬) কে ৩ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করেন।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানা গেছে।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, মাদক ব্যবসার সাথে জড়িত মাদক কারবারিকে গ্রেপ্তার করে সকালে আদালতে পাঠানো হয়েছে। মাদককারবারিদের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর