শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কাঠ চিরাই করার জন্য অবৈধভাবে স্থাপিত ৬টি করাতকলের যন্ত্রাংশ ও ২টি করাতকলকে সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাকরকান্দি বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সদর বনবিট কর্মকর্তা মো. কাওসার হোসেন, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও আনসার সদস্যগণ।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, অবৈধভাবে স্থাপিত এসব করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর