মানিকগঞ্জে মাদক দ্রব্য (গাঁজা) বিক্রি ও পরিবহনের সময় ৩জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মানিকগঞ্জ। এসময় তাদের তিনজকনের কাছে থাকা ৩শ গ্রাম মাদক উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এই অভিযানে মানিকগঞ্জ পৌরসভায় পশ্চিম দাশড়া এলাকা থেকে তাদের আটক করে মাদক দ্রব্য টিম।
গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম দাশড়া এলাকার আরশেদ আলীর ছেলে মো. হৃদয় (২০), ওসমান গণির ছেলে মো. রিয়াজ আহমেদ অনিক (১৮) এবং মৃত আবেদ্য আলীর ছেলে আশিকুর রহমান (২২)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদের মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে আটককৃতদের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ১ বছরের কারাদন্ড এবং ৬’শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আসামীদের জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর