ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য জাপানের বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির হতে পারে। এ নিয়ে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিক্সের (আইডিই) নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মি. মুরায়ামা মায়ুমির সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাক্ষাৎকালে এই আলোচনা হয়। এছাড়া সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
ওই আলোচনায় অন্যান্যদের মধ্যে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. হোরিমোটো টেকনোরি,
ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুলাহ্-আল-মামুন এতে উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর