রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের ডাংগুয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসময় ওই বাড়ির ৪টি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। মঙ্গলবার রাতে এঘটনা ঘটে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব গুলো ঘর পুড়ে যায়।
জানা যায়, রান্না ঘর থেকে হঠাৎ কর আগুনের লেলিহান ও ধোয়া বের হতে থাকে। বাড়ির লোকজনের আওয়াজে আশেপাশের লােকজন এসে আগুন নিভানাের চেষ্টা করেন কিন্তু আগুনের লেলিহান এতোটাই তীব্র ছিল যে আগুনে সব কটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক জালাল উদ্দিন জানান, ৪টি টিনশেড ঘর, ২টি খরেরগাদা, নগদ অর্থ সহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে তার।
এবিষয়ে কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল হালিম বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাতের সৃষ্টি হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন তীব্রতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছ। ততক্ষণে বাড়ির মালিকের চারটি ঘর, খরের গাদা, নগদ অর্থ সহ আসবাবপত্র পুড়ে গেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর