কক্সবাজার আদালত পাড়া থেকে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। পরবর্তীতে আইনজীবীসহ প্রত্যক্ষদর্শীরা ব্যবসায়ীকে দুর্বৃত্তদের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে ভুক্তভোগী বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গেল ১৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার আদালত পাড়াস্থ মসজিদ মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা ভূক্তভোগির দায়ের করা একটি মামলায় অভিযুক্ত। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মামলা প্রত্যাহার না করায় জনৈক ইউছুপ প্রকাশ মামুন তার ভাড়াটে দুর্বৃত্ত দিয়ে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেন। ঘটনার শিকার ব্যবসায়ী আমানুল আমান (৪২) কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকার একেএম হাকিম আলীর ছেলে। তিনি ইকরা রিয়েল এস্টেট এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড নামের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় ‘দৈ নিক ব সু ন্ধরা’ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ হিসেবে কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঐদিন ভুক্তভোগী ব্যবসায়ী আমান প্রাতিষ্ঠানিক কাজে আইনজীবীর চেম্বারে যাওয়ার পথে আদালত পাড়ার মসজিদ মার্কেটের সামনে পৌঁছলে ইউছুপ প্রকাশ মামুন (৪০), মাহামদুল হক (৩০), মোঃ বেলাল (৩২), জয় পাল (২৬)সহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪জন দুর্বৃত্ত তার গতিরোধ করে মামলা প্রত্যাহার না করার কারণ জানতে চান। মামলায় হয়রানির অজুহাত দেখিয়ে উলটো ২ লাখ টাকা চাঁদাও দাবি করে দুর্বৃত্তরা।
চাঁদা দিতে ও মামলা প্রত্যাহারে অপারগতা প্রকাশ করলে দুর্বৃত্তরা ব্যবসায়ীকে এলোপাতাড়ি কিল, ঘুসি, লাথি মেরে এবং গলায় মাফলার পেছিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। দুর্বৃত্তরা একপর্যায়ে তার ডান পেটে ছুরি তাক করে চোখের উপর মাফলার পেছিয়ে টানাহেঁচড়া করে সিএনজি গাড়িতে তুলে নিয়ে শহরের কলাতলী মেরিন ড্রাইভে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে তুলে নেওয়ার সময় প্রত্যক্ষদর্শীরা সিএনজির পিছু নিয়ে মেরিন ড্রাইভে স্থানীয়দের সহযোগিতায় ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয়। দুর্বৃত্তরা ছেড়ে দেওয়ার পূর্বে ব্যবসায়ীর সর্বস্ব লুঠ করে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী শাহাজান জানান, ঝুঁকি নিয়ে সন্ত্রাসীদের কবল থেকে আমরা ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রত্যক্ষদর্শী শহরের খাজা মঞ্জিল এলাকার ইসহাকের ছেলে মোঃ ফোরকান, নুরপাড়ার মৃত নুরুল হক কণ্ট্রাক্টরের ছেলে তাজুল ইসলাম ভুট্টু, আদালতে আসা টেকনাফের হোয়াইক্যং এলাকার হাকিম আলীর ছেলে জিয়া উদ্দিন জিকুসহ অন্যরা ঘটনার বর্ণনা দেন।
ভুক্তভোগী ব্যবসায়ী আমান দাবী করেন, দুর্বৃত্তরা তাকে মেরিন ড্রাইভের পাশে জঙ্গলে নিয়ে হত্যার পরিকল্পনা করেছিল। থানায় বর্ণিত অভিযোগে এ ব্যবসায়ী জানান, অভিযুক্ত ইউছুপ প্রকাশ মামুন ইতঃপূর্বে ৭০ শতাংশ জমি বিক্রয়ে বায়না হিসেবে তার কাছ থেকে কয়েক দফায় ৪২ লক্ষাধিক টাকা নিয়েছেন। কিন্তু পরবর্তীতে ওই জমির দখল তাকে বুঝিয়ে না দিয়ে এবং বাকী টাকা না নিয়ে ওমান প্রবাসী জনৈক নুর আহাম্মদকে প্রতারণামূলক রেজি: মূলে জায়গা বিক্রি করে দেন।
তাই প্রতারণার শিকার ব্যবসায়ী আমান অভিযুক্ত ইউছুপ প্রকাশ মামুনের বিরুদ্ধে প্রচলিত ভূমি আইনে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা প্রত্যাহারে ব্যবসায়ীকে বিভিন্ন সময় ভয়ভীতি এবং গুম, খুনের হুমকি দিয়ে আসছিল এ দুর্বৃত্তরা। অভিযুক্ত মামুনের বিরুদ্ধে ইতঃপূর্বে মাদক, অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক মামলা রুজু রয়েছে। যেগুলো আদালতে বিচারাধীন রয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্তদের কাউকে মুঠোফোনে পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর