তাবলীগ জামাত বাংলাদেশের আহুত পাঁচদিনের জোড়ের কাজ করার জন্য আসার পথে টঙ্গীতে জুবায়েরপন্থীদের হামলার শিকার হয় সাদপন্থী তাবলীগের সাথীরা।
গতকাল বুধবার রাত আনুমানিক ২টার দিকে টঙ্গী কামারপারা ও স্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় জুবায়েরপন্থীরা রাস্তার উপরে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন জেলা থেকে আগত সাদপন্থী সাথীদের গাড়িতে হামলা করে বলে দাবি করেন সাদপন্থী মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।
মো. সায়েম বলেন, ‘জুবায়ের পন্থীদের বাধা উপেক্ষা করে সাথীরা ইজতেমা ময়দানের পশ্চিমপাড়ে আমাদের সাদপন্থীদের মারকাজে এসে উপস্থিত হয়। এমন সময় রাত্র আনুমানিক ৩টার দিকে সাথীদের জনস্রোত মার্কাজ ছাড়িয়ে কামারপাড়া পর্যন্ত বিস্তৃত হয়। তখন রাত তিনটার দিকে জুবায়েরপন্থীরা টঙ্গীর ময়দানের পশ্চিম পাশ থেকে ব্রিজের ওপর সাথীদের দিকে ইট পাটকেল ও আগুনের মশাল নিক্ষেপ করতে শুরু করে। তখন মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে সাদ অনুসারী সাথীরা ঢাকা ও আশপাশের এলাকা থেকে ময়দানে প্রবেশ করে।’
দাবি করে তিনি বলেন, ‘তখন জুবায়ের পন্থীরা ধারাল চাকু ও চাপাতি দিয়ে সাথীদের ওপর আঘাত করে। এতে অসংখ্য সাথী আহত হয়। এখন পর্যন্ত দুইজন নিহতের খবর তাদের কাছে পৌঁছেছে। আরও মারাত্মক আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে শতাধিক সাথী।’
আবু সায়েম আরও বলেন, ‘জুবারপন্থীদের হামলায় এখন পর্যন্ত নিহত একজনের নাম হচ্ছে বগুড়ার তাইজুল ইসলাম (৬৫)। এই খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ঢাকার বিভিন্ন জায়গা থেকে সাদপন্থী লক্ষাধিক সাথী টঙ্গী ময়দানের নিয়ন্ত্রণ নেয়। অতর্কিত আক্রমণ করে এখন পর্যন্ত ২ জন সাথী নিহত ও একাধিক সাথীকে আহত হন। গুরুত্বর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে শতাধিক সাথী।
এ বিষয়ে মাওলানা সাদ অনুসারী মুফতি মুয়াজ বিন নূর বলেন, ‘বর্তমানে আমাদের দুই লক্ষাধিক সাথী ইজতেমা ময়দানে অবস্থান করছে। আমাদের ৫ দিনের জোড় আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা মাঠ তৈরির কাজ করব।’
রার/সা.এ
সর্বশেষ খবর