ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশে ডাকাতের হামলায় কলা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। ডাকাতির ওই ঘটনায় তোজাম্মেল হক বাবু নামের এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়। তিনি জয়পুরহাট জেলার জয়পুরহাট উপজেলার মাঝিপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বলে জানা গেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত একজনকে রিমাণ্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার এঘটনায় গ্রেপ্তারকৃত আরেক আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর পৌরসভার পুস্টকামুরী সওদাগর পাড়া গ্রামের আব্দুর রশিদ এর ছেলে বিল্লাল (২৬) ও একই এলাকার মঞ্জু সওদাগরের ছেলে সোহাগ সওদাগর(২৬)।
এঘটনায় হওয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, কলা বোঝাই করে জয়পুরহাট থেকে আশুলিয়া যাচ্ছিলেন কলা ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বাবু। যাত্রাপথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী মাঝিপাড়া জোড়া ব্রিজে পৌঁছলে সেখানে ডাকাতদলের হামলার শিকার হন তিনি। সেখানে পূর্ব থেকেই ফেলে রাখা একটি বস্তা দেখে ড্রাইভার রাস্তার পাশে গাড়ি চাপিয়ে দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে। ডাকাতদলের সদস্য নিহত বাবুকে কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি প্রতিরোধের চেষ্টা করেন।
একপর্যায়ের ডাকাতদলের একজন বাবুর অÐকোষ বরাবর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর বাবুকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসালয়ে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত তাকে ঘোষণা করেন।
ওই ঘটনায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক খায়রুল বাশার বলেন, গ্রেপ্তারকৃতদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরেকজনকে আদালতে সোপর্দ করে রিমান্ড প্রার্থনা করে আবেদন করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর