মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল চাপায় আইনজীবী রোমানা আক্তার ছবি (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন।
নিহত রোমানা আক্তার ছবি মেহেরপুর শহরের ক্যশবপাড়া এলাকার খোকন মোল্লার মেয়ে। বুধবার (১৮ ডিসেম্বর) সকার ১১ টার দিকে উপজেলার গাড়াডোব গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুম রানা (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার সিকারপুর গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (২৫) ও ছাতিয়ান গ্রামের আরিকুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয়(২৩)।
স্থানীয়রা জানান, রুমানা আক্তারকে বহনকারী মোটরসাইকেলটি মেহেরপুর দিক থেকে আসছিল এবং গাংনী থেকে একটি মোটরসাইকেল মেহেরপুরে দিকে যাচ্ছিল। গাড়াডোব নাকম স্থানে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে মেহেরপুর গামী মোটরসাইকেলটি রুমানাকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ৪ জন রাস্তায় ছিটকে পড়ে। এরে মধ্যে উপজেলার বাশবাড়িয়া থেকে মেহেরপুর গামী একটি দ্রুতগতির পালসার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রুমানাকে চাপা দিয়ে তারাও সড়কে ছিটকে পড়ে।
তবে স্থানীয়রা ধারণা করছে পালসার মোটরসাইকেলটি রুমানের বুকের উপর দিয়ে যাওয়াই ঘটনাস্থলেই রুমানার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা উদ্ধার করে রুমানাকে মেহেরপুর ২৫০ শষ্য জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের তাকে ঘোষণা করেন। এবং আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আহতরা বাড়ি ফিরেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য এ ঘটনায় এ দুটি মোটরসাইকেল থানা হেফাজতে নেয়া হলেও ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী রুমানাকে চাপা দেওয়া মোটরসাইকেলটি এ সংবাদ লিখা পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া হয়নি। তবে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলছেন
এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর