বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এক শিক্ষার্থীর করা মামলায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পিপি এড. মফিজুল হক ভূইয়া জনান, কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। ৫দিনের রিমান্ড আবেদন করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালত সূত্র জানায়, গত ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড, কিরিচ নিয়ে ছাত্র জনতার উপর হামলা করে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম আহত হন। এ ঘটনায় তিনি ৭৩৫ জনকে এজাহারনামীয় এবং এক হাজার থেকে ১২শ’ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সাবেক এমপি লতিফ ওই মামলার ২৩ নম্বর আসামি।
প্রসঙ্গত, নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে গত ১৭ আগস্ট এম এ লতিফকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। পরে তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহতের মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর