"প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার"। এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের করা হয়।
পরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভার শুরুতে 'বাংলাদেশের অভিবাসী ও প্রবাসীদের জীবন এবং কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা টিটিসি'র অধ্যক্ষ আবু সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা খুরশিদ আলম,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশারফ হোসেন, সাংবাদিক আবু বকর সিদ্দিক, সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধা মিজানুর রহমান প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর