চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাসসহ ১০ জনকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে অবকাশকালীন চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন- চন্দন দাস, আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য, দুর্লভ দাস, সুমিত দাস ও সনু দাস।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, গ্রেপ্তার দেখানো সবাই আলিফ হত্যা মামলার আসামি। গত ২৯ ডিসেম্বর হত্যা মামলাটি কোতোয়ালি থানায় রেকর্ড হয়। একইদিন আলিফের ভাই খানে আলম বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেছিলেন। যেটিতে সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নাকচ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা আদালতপাড়াসহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালান। হামলা করে ওই এলাকার রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করেছে। এসব ঘটনায় একটি হত্যাসহ ছয়টি মামলা করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর