চতুর্থবারের মতো সিরাত পাঠ ও প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দাওয়াহ সার্কেল। তিন ধাপের এই প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ী প্রথম ১৫০ জনের জন্য থাকছে লক্ষাধিক টাকার পুরস্কার।
আগামী বুধবার (২৫ ডিসেম্বর) শেষ হবে এবারের আসরের রেজিস্ট্রেশন। এই প্রতিযোগিতায় জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের (বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা) ডিগ্রী, ডিপ্লোমা ও সমমানের শিক্ষার্থীরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
জানা গেছে, তিন ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ওই প্রতিযোগিতার প্রঘম ধাপ অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। সর্বমোট ১০০ টি এমসিকিউ প্রশ্নের উত্তর প্রদান করতে হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ২৫ জানুয়ারি রাত ৮ টা। এরপর এমসিকিউতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫০ জনকে নিয়ে পহেলা ফেব্রুয়ারি অনলাইনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষ ও চূড়ান্ত ধাপে অনলাইনে ভাইবার মাধ্যমে সেরা দশ জনকে নির্বাচন করা হবে।
প্রতিযোগিতার বিষয়ে জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের পরিচালক মেহেদি হাসান বলেন, সিরাত পাঠ ও প্রতিযোগিতা আমাদের নবী মুহাম্মদের জীবন ও আদর্শ জানার এবং তা অনুসরণের মাধ্যমে নৈতিকতা, ধৈর্য, এবং আত্মোন্নয়নের সুযোগ করে দেয়। এটি তরুণদের ইসলামের প্রতি আগ্রহী করে তোলে এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ধর্মীয় শিক্ষার প্রচার ও আত্মিক উন্নয়নের জন্য এটি অপরিহার্য।
তিনি আরো বলেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল ২০২০ সাল থেকে সিরাত পাঠ ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে। আমরা প্রত্যাশা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ আমাদের যুবসমাজের আত্মিক, আধ্যাত্মিক এবং বৈষয়িক সফলতার চাবিকাঠি হয়ে ধরা দিবে
প্রসঙ্গত, প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল (Dhaka University Dawah Circle) অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বা নির্ধারিত লিংক (https://dudc.org/event/registration) ক্লিক করে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি হিসেবে নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর