ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির সম্মেলন। আগামী ২৮ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।
এর অংশ হিসেবে গঠন করা হয়েছে ৮টি উপ-কমিটি। জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের টিএ রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সিরাজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী, বেলাল উদ্দিন সরকার তুহিন, আসাদুজ্জামান শাহীন, জেলা কৃষকদলের আহ্বায়ক আবু শামীম মোহাম্মদ আরিফ, যুবদল নেতা ভিপি তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরমান, জেলা মহিলা দলের সভানেত্রী ইসমত আরা, সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন এবং সদস্য সচিব সমীর চক্রবর্তী।
জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম বিডি২৪লাইভকে জানান, সর্বশেষ ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, “২০২৪ সালে তৃণমূলের সকল কমিটি সম্পন্ন করে আমরা একটি সফল সম্মেলন আয়োজনের লক্ষ্যে কাজ করছি। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকার সম্মতি দিয়েছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সম্মেলনকে সফল করতে। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, “সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা সমন্বয়ের মাধ্যমে সম্মেলনের কাজ পরিচালনা করবেন।”
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর