রৌমারী উপজেলার ১নং দাতঁভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিয়ার রহমানকে শােকজ করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান ও সম্পাদক মােস্তাফিজুর রহমান রঞ্জু স্বাক্ষরিত এক পত্র জানানা হয়েছে ১৮ডিসেম্বর। রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মােস্তাফিজুর রহমান রঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিয়ার রহমানকে পত্রের মাধ্যমে কারণ দর্শানাের নােটিশ (শােকজ) করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে শােকজের লিখিত জবাব দাখিলের জন্য বলা হয়েছে।
জানাগেছে, ১৬ডিসেম্বর বিজয় দিবসের দিন দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজের শহীদ মিনার যুবদল, সেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফাের্সের কমিটির নেতাকর্মীরা ফুল নিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে ওই ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ফরিজ উদ্দিন এর লােকজন তাদের ফুলের তােড়া দিতে বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ছিঁড়ে ফেলা হয় ফুলের তোরা ও।
এঘটনায় ওই দিন জেলা এবং উপজেলা বিএনপির কাছে পৃথক লিখিত অভিযােগ দায়ের করেন যুবদল, সেচ্ছাসেবক দল এবং জিয়া সাইবার ফাের্সের কমিটির নেতাকর্মীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর