সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাইপাইল মোড়ে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক অবরোধ করায় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন সংশ্লিষ্ট রুটের যাত্রী ও চালকেরা। আজ সন্ধ্যা নাগাদ অবরোধ চলার খবর পাওয়া গেছে।
জানা যায়, তৈরি পোশাকের রপ্তানি ক্রয়াদেশ না থাকা ও কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা লে-অফ বা বন্ধ ঘোষণা করেছে বেক্সিমকো গ্রুপ কর্তৃপক্ষ। কারখানাগুলো বন্ধ থাকলেও শ্রম আইন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারির বেতন-ভাতা পরিশোধের জন্য ঋণ দেবে জনতা ব্যাংক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বন্ধ হওয়া কারখানাগুলোয় কাজ করেন প্রায় ৩০ হাজার পোশাকশ্রমিক।
এদিকে সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য কোনো টাকা বরাদ্দ দেওয়া হবে না। উপদেষ্টা বলেন, ‘এটি ইতোমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, গ্রুপের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য কোনো টাকা দেওয়া হবে না।’
আন্দোলনকারী শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, বেক্সিমকো পার্কে স্টাফসহ ৪১ হাজার শ্রমিকদের প্রতিমাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে তাদের বেতন দেওয়া হতো। কিন্তু মালিকদের কেউ না থাকায় এখন বেতন ঠিক মতো পাচ্ছেন না তারা। যার কারণে তারা গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করে।
জানা যায়, গাজীপুর মহানগরীর কাশেমপুর থানাধীন সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। প্রতিমাসেই শ্রমিকরা আন্দোলন করে বেতন আদায় করছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর