জামালপুরের সরিষাবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুন কৃষ্ণ পাল যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে নবাগত ইউএনও যোগদান উপলক্ষ্যে বরণ অনুষ্ঠান ও সাবেক ইউএনও বদলির প্রেক্ষিতে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার বরণ করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
এ সময় মাদারগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার নাদির শাহ নাদির, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জানাগেছে, নবাগত উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ২০২৩ সালের ৩১ আগস্ট ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যোগদান করেন। তিনি ৩৫তম বিসিএসের কর্মকর্তা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর