
নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়ীয়া ভাটোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
তবে সে কর্মী সভা সমাবেশে পরিণত হয়। ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপি'র একাংশের আয়োজনে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদ্য সাবেক মেয়র অধ্যক্ষ এ.কে.এম শরিফুল ইসলাম (লেলিন)।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়িতে গুলি বর্ষণের যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, রশিদ চৌধুরী যে গ্রুপে রাজনীতি করেন সেই গ্রুপে আমরা রাজনীতি করি না। বিএনপির আলাদা গ্রুপে রাজনীতি করি তবে আমরা যে গ্রুপেরই হই নাকেন দিনশেষে আমরা সবাই জিয়ার সৈনিক। তাই আওয়ামী ফ্যাসিস্টদের কেউ হামলা করেছে, নাকি আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য কেউ ঘোলা পানিতে মাছ স্বীকার করতে চাচ্ছে তা তদন্ত করে দ্রুত বের করার জন্য প্রশাসনের কাছে দাবিও জানান এই নেতা।
ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আজগর আলী সরকার এবং জেলা ছাত্রদলের সদস্য জাকির হোসেন জিএম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসার আলী সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম সরকার, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
এসময় নেতাকর্মী সকলে কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে বিএনপিকে এগিয়ে নেবার জন্য একাত্মতা ঘোষণা করেন। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনে টিপুকে মনোনয়ন দেবার জন্য দলের হাইকমান্ডের কাছে জোর দাবিও জানান তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর