হানিমুনের গন্তব্য নিয়ে মতবিরোধ। এ নিয়ে কথা কাটাকাটির জেরে জামাতাকে অ্যাসিড দিয়ে ঝলসে দিলেন এক ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থানেতে।
এ ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত ব্যক্তি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কিছুদিন আগেই জাকি গোলাম মোর্তাজা খোটাল (৬৫) নামের এক ব্যক্তির মেয়েকে বিয়ে করেন ভুক্তভোগী যুবক ইবাদ আতিক ফালকে। বিয়ের পর তাঁদের হানিমুনের গন্তব্য নিয়ে শুরু হয় সমস্যা। আতিক ফালকে ঠিক করেন তাঁরা বিয়ের পর মধুচন্দ্রিমায় যাবেন কাশ্মীর। কিন্তু তাঁর শ্বশুর চাচ্ছিলেন তাঁরা কোনো ধর্মীয় জায়গায় যাক। এই নিয়ে বাগবিতণ্ডা হয়।
পুলিশ জানায়, গত বুধবার রাতে আতিক ফালকে বাড়ি ফেরেন এবং রাস্তায় গাড়ি পার্ক করেন। সেখানে নিজের গাড়িতে অপেক্ষা করছিলেন তাঁর শ্বশুর। তাঁকে দেখেই বেরিয়ে আসেন গাড়ি থেকে এবং তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারেন। অ্যাসিড তাঁর মুখ-সহ শরীরের অন্যান্য অংশে লাগে। তড়িঘড়ি তাঁকে স্থানীয় লোকজন দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার পর থেকে পলাতক ওই ব্যক্তি।
তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪(১) ধারায় ও ৩৫১(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে আতিক ফালকের স্ত্রী অর্থাৎ অভিযুক্তের মেয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রার/সা.এ
সর্বশেষ খবর