শহর ও শহরতলীর মানুষের দুর্ভোগ কমাতে শহরের বাহিরগোলা বাজারে কাটাখালি খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজের মেয়াদ শেষ হলেও নির্মাণ কাজ শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করেই লাপাত্তা হয়ে গেছে। এতে মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০২১-২২ অর্থ বছরে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন (১ম পর্যায়) (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় অন্যান্য ভবন ও স্থাপনা সিরাজগঞ্জ জেলা (সদর উপজেলাধীন বাহিরগোলা সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজারে কাঁটাখালি খালের উপর নির্মাণে প্রকল্প গ্রহন করা হয়। ২০২১ সালের আগস্ট মাসে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড যশোরের মোঃ মইনউদ্দিন (বাশি) লি. ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে ৮কোটি ৮ লাখ ৯১ হাজার টাকা প্রাক্কলিত মূল্যের কাজটি ৭ কোটি ২৮ লাখ ২ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়। ১৭ আগস্ট কার্যাদেশ প্রদান করার পর ১৮ আগস্ট থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেন। ২০২৪ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ ধরা হয়। ইতোমধ্যে ২ কোটি ৬৮ লাখ টাকার বিল প্রদান করা হয়। কিন্তু গত বছরের জুন থেকে কাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা হয়ে গেছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মইনউদ্দিন (বাশি) লিমিটেডকে ৪৬ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। কাজ শেষ না হওয়ায় দুপাশের যোগাযোগ চরম সমস্যা হচ্ছে।
স্থানীয় দোকানদার সোহেল ও আহমেদ আলী জানান, রেলওয়ের ব্রীজটি অনেক পুরোনো ও দুর্বল। স্থানীয়দের যাতায়াতের সুবিধার জন্য ২০২১ সালে ব্রীজ নির্মাণের কাজ শুরু হয়। গত জুনের পর থেকে ঠিকাদারদের কোনো লোকজন দেখছি না। কবে কাজ শেষ হবে কিছুই বোঝা যাচ্ছে না। ব্রীজটি নির্মাণ না হলে মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, গত জুনেই এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২ কোটি ৬৮ লাখ টাকার বিল প্রদান করা হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় অবশিষ্ট কাজের উপর ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪৬ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সঠিক সময়ে কাজ না করায় টাকাও ফেরত চলে গেছে। এ অবস্থায় ব্রিজটির নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পুনরায় ফান্ড পেলে নির্মাণ কাজটি শেষ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর