কুমিল্লা বুড়িচং নিমসারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বাজারের ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিএনসি।
আটককৃত আসামি মোসা: কল্পনা আক্তার (৩০) কুমিল্লা জেলার বুড়িচং থানার বুরবুরিয়া গ্রামের মো: মাসুদ রানার স্ত্রী ও কুলসুম আক্তার (২৪) কুমিল্লা জেলার বুড়িচং থানার দুর্গাপুর গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে কুমিল্লা ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্ত্বাবধানে ও উপ-পরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে সকাল আনুমানিক ১০টায় জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজারের পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে গাড়ি চালকদের বিশ্রামাগারের পাশে রাস্তার উপর ঢাকা অভিমুখী হানিফ-পাহাড়িকা ডিলাক্স নামক বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজাসহ মোসা: কল্পনা আক্তার ও কুলসুম আক্তার নামে দুইজন আসামিকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইমরুল হাসান জানান আটককৃত আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর