
জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে বাস টার্মিনালে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আহ্বায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে সদস্য সচিব শাফায়াত উল্লাহ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক তুহিন মোল্লা, বিএম আকাশ, সংগঠক মিনহাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী, আমিরুল ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, নীরব আহমেদ নওয়াব, মুখপাত্র নুসরাত জাহান, রাশেদুল ইসলাম, সদস্য হাসিবুর রহমান, নাইম শিকদার প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের গুপ্তহত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। একইসাথে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধের দাবি তোলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর