
বাগেরহাটের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলা বাধাল ইউনিয়নের দোবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ০১ টি কাঠের বাট যুক্ত লোহার রামদা, ০১ টি কাঠের বাট যুক্ত লোহার তৈরি দা, ০১ টি ধাতব কুড়াল ও ০১ টি ধাতব পাইপ উদ্ধার করে পুলিশ।
আটককৃত হলো- হোসেন গাজী (২০), শোভন ব্যানার্জী (১৯) ও ইয়ামিন ইসলাম শাওন (২৪)। আটককৃত প্রত্যেকের বাড়ি কচুয়া উপজেলার কাকার বিল গ্রামে। অভিযানের সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে এ সময় ৫/৬ জন আসামি পালিয়ে যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কচুয়া থানা পুলিশ রাত্রিকালীন টহল ডিউটিতে থাকা অবস্থায় ডাকাতির চেষ্টার সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে বাধাল এলাকায় কামাল সরদারের স-মিল এর সামনে কাঠের লগের স্তুপের পাশে ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে। আসামিদের শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর