ঢাকার সাভারের আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে লক্ষাধিক টাকাসহ মোবাইল ফোন লুট করেছে ডাকাতরা। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মাসুদ রানা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো.রেজাউল করিম আশুলিয়া দক্ষিণ গাজীরচটের সিনসিন মোড় এলাকার এন আর এন নিটিং এন্ড গার্মেন্টস ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগের বাদী মাসুদ রানার ভাই রেজাউল করিম সিরাজগঞ্জের বেলকুচি থেকে নিজস্ব প্রাইভেটকার যোগে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়। তিনি রাত সাড়ে ৯ টার দিকে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় পৌছলে তিন থেকে ৪ জন গতিরোধ করে। পরে গাড়ির সামনে ও দুই পাশের গ্লাস ভেঙে আতঙ্ক সৃষ্টি করে। এসময় রেজাউল করিমের সাথে থাকা ১ লাখ ১৩ হাজার টাকা, একটি আইফোন ও একটি রিয়েলমি ফোন লুট করে ডাকাতরা। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল।
ডাকাতের কবলে পড়া সাব্বির নামের এক যুবক বলেন, আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি সড়কের বড়বিছা এলাকায় আমি ডাকাতের কবলে পরি। পরে আমি ডাকাত সদস্যের একজনকে বলি আপনারা ডাকাতি করছেন বুঝতে পেরেছি, আমাকে যেতে দেন। আমাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি। পরে সেই ডাকাত সদস্য তাদের অন্য সদস্যের কাছে একটু এগিয়ে যেতেই আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। প্রায় কিলোমিটার দূরে গিয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল করি। কল আশুলিয়া থানায় ট্রান্সফার করা হলে থানা থেকে বলেন সেখানে ফোর্স রয়েছে। ঘটনাস্থলে কোন পুলিশ নাই জানালে টিম পাঠানো হচ্ছে বলে জানিয়ে দেন।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শকের (ওসি) ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমি পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানে বলেছি যে সামনে ডাকাতি হচ্ছে। তারা বলেন সেখানে প্রায়ই ডাকাতি হয় এটা সবাই জানে।
ডাকাতির বিষয়টি স্বীকার করে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর