ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদের উপর নির্মিত একটি বেইলি ব্রিজ শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ভেঙ্গে পাথর বোঝাই ড্রাম ট্রাক নদীতে পড়েছে গেছে। এতে ট্রাকের চালক ও তার সহকারী সামান্য আহত হয়েছেন।
ঘটনার পর থেকে ঢাকা-ময়ননসিংহ মহাসড়কের ময়মনসিংহমূখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। তবে, পাশের ময়মনসিংহমূখী অপর লেন দিয়ে এবং নদের উপর দিয়ে নির্মিত বিআরটি প্রকল্পের ফ্লাইওভার দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আবদুল্লাহপুর-টংগী (তুরাগ নদীর উপর) বেইলী ব্রিজটি নড়বড়ে ছিল। শনিবার ভোরে পাথর বুঝাই ওভারলোডেড ড্রাম ট্রাক ব্রিজটি পারাপারের কারণে ভেঙে গেছে। ড্রাম ট্রাকটি এখনো তুরাগ নদে পড়ে রয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো: ইব্রাহিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর বিকল্প উপায়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।
তিনি আরো বলেন, ঘটনার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গিয়েছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেইট বিকল্প সড়ক ও বিআরটি ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। এ কারণে ব্রিজটি দিয়ে যান চলাচল বন্ধ রাখার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছিল। আমরাও বাঁশ দিয়ে আটকে দিয়েছিলাম। তারপরেও নিষেধ অমান্য করে ভারী যানবাহন চলায় এ দুর্ঘটনা ঘটেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর