১০ নং ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক যুবলীগের সভাপতি এমদাদুল হক তপনকে ঢাকা আগারগাঁও থেকে গ্রেফতার করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে তাকে ঢাকায় আটক করা হয়। তপন ৪ই আগস্ট ৪টি ছাত্র হত্যা মামলা সহ মোট ১২ টি মামলা আসামি।
দীর্ঘদিন ঢাকায় আত্মগোপন ছিলেন তপন।তপনের বিরুদ্ধে এলাকায় সালিশ বানিজ্য, করিম উল্লাহ বি. কম এর সহযোগী হিসেবে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান সুমন জানান' তপন আ'লীগ সময়কালীন ধরপাকড়, বিএনপি নেতাদের বাড়ি ঘরে হামলা, পুলিশে সোপর্দ করা,মামলা বাণিজ্য, শালিশ বাণিজ্যে জড়িত ছিলেন।তপনের বিরুদ্ধে এছাড়াও নানান অভিযোগ রয়েছে।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর