জয়পুরহাট সদরের ভাদশা পন্ডিতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও আরোহী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাসের ধাক্কায় আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মোটরসাইকেল চালক হচ্ছে মারুফ (২৫)। সে স্থানীয় কোচনা এলাকার মিঠুর ছেলে। ওই দুর্ঘটনায় গুরুতর আহত আপেল (২৪)কে জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
পুলিশ জানায়, ন্যাশনাল ট্রাভেলস নামে একটি বাস রাজশাহী থেকে প্রশিক্ষণের কোর্সের যাত্রী নিয়ে পিকনিক করার জন্য জয়পুরহাট হয়ে মহাস্থানগড় যাওয়ার পথে জয়পুরহাট সদরের ভাদশা পন্ডিতপুর এলাকায় বিপরীত দিক থেকে আশা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনাস্থলে মারুফ মারা গেলেও গুরুতর আহত আপেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ দুর্ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর