ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাব দ্বি বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শেরগুল আহমেদ। তিনি সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসুম হেলাল। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা জেলা প্রতিনিধি।
শনিবার (২১ ডিসেম্বর) সুনামগঞ্জ প্রেসক্লাব হল রুমে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সকল ভোটারগণ ভোট গ্রহণ করেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনের ফলাফলে সহসভাপতি পদে আল হেলাল,রওনক বখত, যুগ্ম সম্পাদক পদে বাবুল মিয়া, কোশাধ্যক্ষ পদে শহীদ নূর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে রাজু আহমেদ রমজান, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন মো. সোহেল আলম, প্রচার ও প্রকাশন সম্পাদক পদে আলাউর রহমান, সদস্য সদস্য পদে ৬ জন নির্বাচিত হয়েছেন, তারা হলেন মাহবুবুর রহমান পীর, একে কুদরত পাশা, কবি আমিনুল হক, ঝুনু চৌধুরী, আনোয়ারুল হক ও স্বপন কুমার তালুকদার।
নির্বাচনী তফশিল অনুযায়ী,৬-৭ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ২১ ডিসেম্বর সাকল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর