“জীবনের প্রয়োজনে জীবন” "মানবতার সেবায় উৎসর্গ" এই স্লোগানকে বুকে ধারণ করে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা ও সদর উপজেলা শাখার আয়োজনে জেলা শাখার অফিস উদ্বোধন, আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ঈশা খাঁ রোড রথখলায় অবস্থিত উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। অফিস উদ্বোধন শেষে শহরের আখড়া বাজার ব্রীজ সংলগ্ন বিজয় চত্বরে এক আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে অফিস উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ এরশাদ মিয়া।
অনুষ্ঠানে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আকাশ ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলাম নাশরাহ অংকুর এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আবুজর গিফারী ও যাতায়াত প্রাইভেট লিমিটেড এর পরিচালক মোঃ আক্তারুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা অনুষ্ঠানে উৎসর্গের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ দিদার হোসেন, দপ্তর সম্পাদক অলিউল্লাহ রাব্বানী, সদস্য মনি ও ঢাকা ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভলান্টিয়ার মোঃ সাকিফুর রহমান সাকিব প্রমুখ।
এসময় বক্তারা উপদেশ মূলক বক্তব্য রাখেন।
সামাজিক-মানবিক কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশেষ অবদান রাখায় ৭ জন্য স্বেচ্ছাসেবীদের হাতে উৎসর্গের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সেই ৭ জন স্বেচ্ছাসেবীরা হলেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাওয়াযীশ আলী মুগ্ধ, অর্থ সম্পাদক হাসানুল মামুন নিলয় অপু, দপ্তর সম্পাদক অলিউল্লাহ রাব্বানী, উপ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ সানি, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ তানভীর আলম মাহী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নাঈম হাসান চাঁদ ও ঢাকা ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভলান্টিয়ার মোঃ সাকিফুর রহমান সাকিব।
অনুষ্ঠানে আলোচনা পর্বের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন উৎসর্গ কিশোরগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক অলিউল্লাহ রাব্বানী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত এর মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমেই উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখাকে নিয়ে জারিগান পরিবেশন করেন নিকলী গণ সাংস্কৃতিক টিমের বয়াতি দ্বীন ইসলাম বাচ্চু ও তার দল এবং উৎসর্গের থিমর্স গান নিয়ে নৃত্য পরিবেশন করেন মেঘ দুধ সাংস্কৃতিক সংঘ। এছাড়াও নৃত্য পরিবেশন করেন নিঝুম, নিসা ও আদিবা ইবনাৎ সপ্তর্ষি।
জারি গান ও নৃত্য পরিবেশনের পর শুরু হয় বিভিন্ন শিল্পীদের কণ্ঠে গান। এসময় অনুষ্ঠানে জেলা শাখা ও সদর উপজেলা শাখার সকল সদস্যবৃন্দরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরিশেষে রাত ১২ টায় সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে “উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ” কিশোরগঞ্জ জেলা শাখার জমকালো অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
উল্লেখ্য, ‘রক্তদানে উৎসাহিত করুন’ ও ‘জীবনের প্রয়োজনে জীবন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ১০ই ফেব্রুয়ারিতে কয়েকজন স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হয় মানবতার সেবায় উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ। মোঃ ইমরুল কায়েস এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান টি প্রতিষ্ঠিত করেন। যার হাত ধরে এখন হাঁটি হাঁটি পা পা করে দেশের ৬৪ জেলাতেই এর শাখা রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর