গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (বাঘেরবাজার) এলাকায় মোহাম্মদ আলী জাবালে নূর জামে মসজিদের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আশরাফুল আলম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মসজিদ কমিটির সদস্য মো. শামীম মিয়া এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত আশরাফুল আলম সদর উপজেলার শিরিরচালা এলাকার স্থানীয় শামছুদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শামীম মিয়া এবং তার পরিবারের সদস্যরা জয়দেবপুর থানাধীন মাহনা ভবানীপুর মৌজার ১০.৫০ শতাংশ জমির মালিকানায় মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদের টিনশেড স্থাপনা ভেঙে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করলে মসজিদ কমিটির সদস্যরা। পরে আশরাফুল সহ তার স্ত্রী তানিয়া বেগম এবং মা বানেছা খাতুনসহ ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি নির্মাণকাজে বাধা দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণ শ্রমিকদের কাজে বাধা দেন এবং জমি দখলের চেষ্টা করেন। মসজিদ কমিটির প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁদের গালিগালাজ করেন এবং খুনের হুমকি দেন। স্থানীয়দের উপস্থিতিতে তারা স্থান ত্যাগ করলেও পুনরায় হুমকি দিয়ে চলে যান।
শামীম মিয়া বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মসজিদের উন্নয়নকাজ করতে চাই। কিন্তু অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি।”
এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। মসজিদের ভবন নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আশরাফুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া। যার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়। এমনকি স্থানীয় মুসল্লিরা মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ করলেও এখনো সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর