ব্রাজিলে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ৩০ জনের বেশি নিহত হয়েছেন। সংঘর্ষের পরই বাসটিতে আগুন ধরে যায়। শনিবার (২১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। খবর রয়টার্সের
ফায়ার সার্ভিস জানিয়েছে, মাইনাস জারেইসের তেওফিলো অটোনি শহরের একটি গুরুত্বপূর্ণ হাইওয়েতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। এতে অন্তত ৩২ থেকে ৩৫ জন নিহত হয়ে থাকতে পারে। যার মধ্যে একজন শিশুও রয়েছে। বাসটিতে আগুন ধরে যাওয়ার কারণে অনেকের দেহ শনাক্ত করা যায়নি। ফলে নিহতের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না।
পুড়ে যাওয়াদের পরিচয় নিশ্চিত করতে সিভিল পুলিশের ফরেনসিক বিভাগ কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস দপ্তর।
বাসটিতে ৪৫ জনের মতো যাত্রী ছিল। এর চাকা ফেটে যাওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। হাইওয়েটির সঙ্গে একাধিক সড়ক সংযুক্ত হয়েছে এবং অঞ্চলটি গণবসতি পূর্ণ ও দারিদ্র্য এলাকা।
তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ট্রাকটিতে থাকা গ্রানাইট ব্লক রাস্তায় পড়ে যাওয়ার কারণে বাসটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ফরেনসিক দপ্তর তদন্ত করছে বলে জানানো হয়েছে।
বাসটি সাও পাওলো থেকে বাহিয়া রাজ্যে যাচ্ছিল। বাসটি থেকে ১৩ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় পতিত আরও একটি গাড়ি থেকে তিন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। প্রাইভেট গাড়িটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর