ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং কমান্ড নিয়ন্ত্রিত কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কার্যক্রম তদারকী করা প্রতিষ্ঠান সেন্ডকম (যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড) জানিয়েছে, হুতিদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে। খবর: আল জাজিরা
সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জানিয়েছে, ইরানের সমর্থিত গোষ্ঠী হুতি বিদ্রোহীরা এর আগে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং বাণিজ্যিক জাহাজে হামলা হালিয়েছে।
চলতি সপ্তাহে ইসরায়েল সেনাবাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বৃত্তির মাঝেই যুক্তরাষ্ট্র হামলা চালাল। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইয়েমেনের সানার নিকটবর্তী পাওয়ার স্টেশনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।
এদিকে তেল আবিবে লক্ষ্য হুতিরা আনসার আল্লাহ নামে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যাতে ৯ জন নিহত হয়েছে। শনিবার চালানো ওই হামলায় হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে।
তবে ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, তারা হুতিদের হামলা প্রতিহত করেছে। স্থানীয় জরুরি সেবা বলেছে, হুতি বিদ্রোহীদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন আহত হয়েছেন।
ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে হুতিরা। মূলত তারা এর মাধ্যমে মার্কিন মিত্রদের গাজায় যুদ্ধ বন্ধের চাপ প্রয়োগ করছে। গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৫ হাজার মানুষ নিহত হয়েছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর