প্রতিশ্রুতিশীল লেখক সঞ্জয় চৌধুরী তার প্রথম কাব্যগ্রন্থ ‘শূন্যতার অপর পৃষ্ঠা’ ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছেন। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বই চত্বর। মানবজীবনের শূন্যতা, অনুভূতি ও আত্মোপলব্ধিকে গভীরভাবে তুলে ধরা হয়েছে এ কাব্যগ্রন্থে, যা ইতোমধ্যে সাহিত্যপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
লেখক সঞ্জয় চৌধুরী বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করছেন। লেখালেখির পাশাপাশি তিনি অভিনয় ও কন্টেন্ট নির্মাণে সক্রিয়, যা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।
বইটির প্রচ্ছদ শিল্পী পার্থ দিবস চৌধুরী তার কাজ নিয়ে বলেন, “বইটির ভাবনার গভীরতা আমাকে মুগ্ধ করেছে। প্রচ্ছদে সঞ্জয়ের লেখার আবেগ ও দর্শন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”
সঞ্জয় চৌধুরী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এই বইটি শুধু আমার নয়, পাঠকেরও প্রতিচ্ছবি। আমি বিশ্বাস করি, এটি পাঠকদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটবে এবং তাদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে।”
প্রকাশনা প্রতিষ্ঠান বই চত্বর জানিয়েছে, “সঞ্জয়ের লেখায় রয়েছে গভীরতা ও বিশুদ্ধ অভিব্যক্তি। আমরা আশা করি, ‘শূন্যতার অপর পৃষ্ঠা’ সাহিত্যপ্রেমীদের মধ্যে আলোড়ন তুলবে এবং নতুন প্রজন্মের পাঠকদের অনুপ্রাণিত করবে।”
২৪ ডিসেম্বর বইটি প্রকাশের মাধ্যমে সঞ্জয় চৌধুরী তার সাহিত্যজীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবেন, যা পাঠকদের জন্য হতে পারে এক অনন্য সাহিত্যিক অভিজ্ঞতা।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর