
ময়মনসিংহের ফুলপুরে লাইসেন্সবিহীন পরিবেশের জন্য ক্ষতিকর পরিবেশ রক্ষার্থে এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ ইটভাটায় রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ ছাড়পত্র বিহীন দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর এবং ফুলপুর ইউনিয়নের আলোকদি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক'র নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অর্থ দণ্ডপ্রাপ্ত ইটভাটা দু’টি হলো উপজেলার ইমাদপুর এলাকার নাহিদ ব্রিকস ও আলোকদি এলাকার যমুনা ব্রিকস। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক গণমাধ্যমকে জানান,‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩’অমান্য করায় নাহিদ ব্রিকস এবং যমুনা ব্রিক্সস নামক দুটি ইট ভাটায় মোট ১,০০,০০০/- ( এক লক্ষ টাকা) জরিমানা করে তা আদায় করা হয়েছে। এছাড়াও তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর