মাদারীপুরে ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় মাদারীপুর সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে সাব্বির খান, জাবের মাতুব্বর, কাজী বেবীকনা, সায়েঈদা হোসাইন বলেন, আহতদের তালিকা প্রণয়নে অনিয়ম, ছাত্রলীগের প্রশ্রয়দান এবং নিষিদ্ধ ছাত্রলীগের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ, তদবির বাণিজ্য, আন্দোলনে অংশগ্রহণ না করেও নিজেদেরকে সমন্বয়ক দাবি করেছে।
আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে শেখ রোমান, নেমাতউল্লাহ, পাভেল, হাসিব উল্লাহ, আবদুর রহিম, মাসুম বিল্লাহসহ বেশ কয়েকজনে জড়িত বলে অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে।
এরা সমন্বয়ক দাবি করে বিভিন্ন স্থান থেকে আর্থিক সুবিধা গ্রহণের দাবি তুলেছেন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে দাবি করা হয় আওয়ামী লীগের মেয়র খালিদ হোসেন ইয়াদ এবং সংসদ সদস্য শাজাহান খানের সঙ্গে সমন্বয়ক দাবি করা অনেকের সু-সম্পর্ক রয়েছে। অনেকেই ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করে তাদের পুনর্বাসন করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিয়াম আহমেদ, সিয়াম হোসেন, গালিফ খান, রাব্বি হোসেন, আলি আজগর, নাইম, নাহিদ, নিরব, ফয়সাল, আপন, আতিক, ফায়াতসহ অনেকেই। তবে এসব অনিমের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।
রার/সা.এ
সর্বশেষ খবর