
জুলাই বিপ্লবের বৌষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী মো. মোবারক হোসেন অভি (১৯) কে গত ১৯ ডিসেম্বর রাতে ময়মনসিংহের গৌরীপুর কালিপুর মধ্যম তরফ এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, গৌরীপুর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (২০) আটক করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) রাতে চাইনিজ কোরালের কোপে আহত করার অভিযোগে, নোমানকে গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর মো. জায়দিত হাসান আবির'র নেতৃত্বে গৌরীপুর থেকে আটক করেছে যৌথ বাহিনী।
আহত মে. মোবারক হোসেন অভি, গৌরীপুর ইউনিয়নের নন্দুরা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। অভি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।মোবারক হোসেন অভি জানান, সে জুলাই আন্দোলনে বৌষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
সেই প্রতিহিংসায় গত ১৯ ডিসেম্বর গৌরীপুর পৌর শহরের কালিপুর মধ্যম তরফ ব্যাডমিন্টন খেলা চলাকালে চাইনিজ কোরাল নিয়ে অতর্কিত ভাবে তাকে কোপ দেয়। অভি তাৎক্ষণিক তার শরীর সরিয়ে নিলে তার পায়ে কোপ লেগে এতে রক্তাক্ত গভির ক্ষত জখম হয়। সাথে সাথে নোমানের বন্ধু রেজাউল ইসলাম জয় অভিকে বাঁশের অংশ দিয়ে সজোরে পিঠে আঘাত করে।
এমন অবস্থায় অভির বন্ধু ও এলাকাবাসী মিলে অভিকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা নেন।বর্তমানে অভি বাড়িতেই অবস্থান করছেন বলে জানান। এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাজহারুল আনোয়ার বলেন, উক্ত ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর